কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’ অবলম্বনে প্রদীপ ঘোষ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা বীরকন্য প্রীতিলতা’ চলচ্চিত্রে এবার প্লেব্যাক করছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বাপ্পা মজুমদারের সংগীত পরিচালনায় একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
দিলশাদ নাহার কনা বলেন, আমি ইতিপূর্বে বেশ কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেছি। আমি ভীষণ আনন্দিত, যে বিষয় নিয়ে ছবিটির নির্মাণকাজ চলছে তাতে গান করতে পারা আমার জন্য নিঃসন্দেহে গৌরবের। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এই প্রথম কোনো চলচ্চিত্র নির্মিত হচ্ছে। তাঁর সম্পর্কে বইপত্র থেকে জেনেছি এবং সবসময় শিহরিত হয়েছি। শহীদ প্রীতিলতার আত্মত্যাগকে তুলে ধরার যে প্রয়াস নেওয়া হয়েছে চলচ্চিত্রে, তা এই জাতিকে ইতিহাস সচেতন করবে এবং বাঙালির সংগ্রামী পরিচয় তুলে ধরবে।
গানটির সুরারোপ করেছেন সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তিনি বলেন, গানের কথা লিখেছেন শাহান কবন্ধ। এই গানে আমরা প্রীতিলতার আত্মাহুতির আবেগময় দৃশ্য দেখতে পাব। চিত্রনাট্য অনুযায়ী এ গানটির মধ্য দিয়েই সমাপ্তি টানতে চেয়েছেন পরিচালক প্রদীপ ঘোষ। গানের কথাগুলো সময়কে ধারণ করতে পেরেছে বলে আমি মনে করি। ‘হলো না বুঝি হায়, এ বেলা চলে যায়/ ঝিমিয়ে পড়েছে আলো।/ পৃথিবী এখনো সেই, দ্বিধারই চাদরে/ নিভীয়ে দিয়ো না আলো/ জ্বালো জ্বালো’… শিল্পী দিলশাদ নাহার কনা অসাধারণভাবেই গানটিতে কণ্ঠানুভূতির সফল প্রয়োগ করতে পেরেছেন বলে আমি মনে করি।