এই যে ছুঁয়ে দেখ,
মর্মস্পর্শী অনুভূতিগুলো, পরশেই
হৃদয়ে দোলা দিয়েছে বার বার।
যদি বিশ্বাস না হয়
সব দীর্ঘশ্বাস ঢেলে দিতে পারি
তোমায় ভেবে ভেবে।
একটু শুনে দেখ,
কথা দিয়ে, না রাখতে পারা
কথাগুলো, প্রমিত কথামালায়
প্রতিটা শব্দ, কবিতার ছন্দে
আজও স্পষ্ট কানে বাজে।
চলে গেছ কতদিন,
ফিরে আসবে বলেও, আর ফিরে আসনি।
তুমি এখনো বুঝনি
কত যে ভীষণ ভালোবেসেছি তোমাকে,
আর কত কাল সময় গড়ালে,
আর কত ভঙ্গিতে, কত ইঙ্গিতে
বিন্দু বিন্দু ভালোবাসা,
পাপড়ি মেলে, তোমার হৃদয়ে,
ভালোবাসার ফুল হয়ে ফুটে উঠবে।
ভালোবাসা ঘিরে বাঁচবো বলে,
বাঁশবনে মর্মর ধ্বনি শুনে শুনে
শান্ত দিঘির নির্জনতা ভেঙে,
একা একা হেঁটে,
আমি একাকার হতে পারি।