ভালোবাসা নিয়মের ব্যাকরণে বাধা নয়

জেসমিন জেসী | বৃহস্পতিবার , ৪ জুলাই, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

তোমায় ভালোবাসি বলবো বলে

আমি স্বরব্যঞ্জন তন্ন তন্ন করে খুঁজেছি

বর্ণগুলো নাকি মিলনের সুরে

নিজেরাই নিজেদের শব্দ তৈরি করে নিয়েছে

শব্দের খোঁজে অভিধান চষে আমি আজও

তোমাকে দেবার মত কোন শব্দ খুঁজে পেলাম না।

শুনেছি শব্দরা উচ্ছ্বসিত বাক্যে দল বেঁধে,

নিজেদের বসতি গড়ে নিয়েছে।

তবু আমি দৃঢ় প্রত্যয়ে,প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ

কোন বাছ বিচার না করে

তোমাকে দেবার মত প্রতিশব্দ খুঁজেছি,

প্রকৃতি ও নিজস্ব প্রত্যয়ে বারবার শূন্য হাতে

আমায় ফিরিয়ে দিয়েছে, আমি এককথায় প্রকাশ

করেছিভালো যখন বেসেছি

ফিরবো না ঘরে আর!

ভালোবাসি শব্দটি ধ্বনি প্রতিধ্বনি হয়ে

অখিলে নিখিলে সমোচ্চারিত হয়েছে,

শুনছো তুমি?

ভালোবাসা নিয়মের ব্যাকরণে বাধা নয়,

অন্তর তলে ডুবে দেখি তুমি আমি সেখানে,

যেথা বিচ্ছিন্ন বর্ণের মিলনে ভালোবাসা কেলি হয়।

পূর্ববর্তী নিবন্ধবর্ষাকথন
পরবর্তী নিবন্ধঅনেকটা বসন্ত পেরিয়ে