‘ভালোবাসা মানে হাত ধরে চলা, একসাথে বৃষ্টিতে ভিজে যাওয়া। ভালোবাসা মানে গভীর রাতেও, কারো জন্য জেগে থাকা।’ আজ এই ভালোবাসার দিন। আজ বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। প্রেমিক প্রেমিকাকে বলবে ভালোবাসি। সন্তান মাকে বলবে– ভালোবাসি। পিতা পুত্রকে বলবে– ভালোবাসি। মেয়েরা পিতার গলা জড়িয়ে ধরে বলবে– ভালোবাসি। এমনতর রঙিন ভালোবাসায় আজ প্রকৃতি নাচবে, গাইবে।
ভালোবাসা দিবসের আবেদন অনেক। আহ্বানও জগৎ জোড়া। পশ্চিমা সংস্কৃতির এই দিনটি গত বেশ কয়েক দশক ধরে বাংলাদেশে পালিত হচ্ছে সাড়ম্বরে। সব বয়সের মানুষের মাঝে ভালোবাসার আবেদন থাকলেও এবং ক্ষেত্র বিশেষে ভালোবাসার আবেদন ভিন্ন হলেও আজকের এই বিশ্ব ভালোবাসা দিবস যেন পুরোটাই তরুণ– তরুণীদের।
ভালোবাসা দিবসের ইতিহাস বেশ পুরানো। ২৬৯ সালে রোমের তরুণ চিকিৎসক যাজক সেন্ট ভ্যালেন্টাইনের সুচিকিৎসায় দৃষ্টি ফিরে পেয়েছিলেন নগর জেলারের কন্যা। দৃষ্টি শক্তি ফিরে পাওয়া তরুষীর মাঝে চিকিৎসকের জন্য ভালোবাসার জন্ম হয়। তাদের মধ্যে জন্ম নেয়া ভালোবাসার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় তরুণ চিকিৎসককে। ১৪ ফেব্রুয়ারি এই ফাঁসি কার্যকর করা হয়। দীর্ঘদিন ধরে দিনটি কেবল দীর্ঘশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ৪৯৬ সালে রোমের রাজা পপ জেলুসিয়াস দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তারকা খচিত হোটেলগুলো নিয়েছে নানা কর্মসূচি। দেশের পর্যটন স্পটগুলোতেও চলছে জমজমাট আয়োজন। ফুলের দোকানগুলো বাহারী ফুলে ফুলে সুশোভিত। পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেকসহ নগরীর পর্যটন স্পটগুলোতে আজ দিনভর নানা আয়োজনে ভ্যালেন্টাইন্স ডে পালিত হবে। বিনিময় হবে ফুল, চকলেটসহ উপহার সামগ্রী। শুধু আজকের দিনেই নয়, ভালোবাসা থাকুক সবার হৃদয়ে, বছর জুড়ে।