তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী পিজিত প্রসেঞ্জিত মহাজন। চট্টগ্রামে ব্যান্ড সংগীতের সাথে বেড়ে ওঠা পিজিত একের পর এক উপহার দিচ্ছেন নতুন গান। ইতোমধ্যে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এক ডজনেরও বেশি মৌলিক গান প্রকাশিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসে প্রকাশিত হল ‘পোড়ামন’ শিরোনামে নতুন গান। পপি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল। প্রকাশিত গানটি লিখেছেন গীতিকার সাইফুল বারী। এইচ আর লিটনের সংগীতায়োজনে গানটি সুর করেছেন পিজিত নিজেই।
এদিকে ঢাকার বিভিন্ন সুন্দর লোকেশানে পি এম রেকর্ডস এর ডিরেকশানে গানটির ভিডিও ধারণ করেছেন শেখ সাদী। রঙ বিন্যাস ও সম্পাদনা করেছেন পারভেজ আলম। পোস্টার ডিজাইন করেছেন পারভেজ। মেকআপ ম্যান ছিলেন ছোট্ট পলাশ।
গান প্রসঙ্গে পিজিত বলেন, ‘বেশ কিছুদিন আগে এ গানটি করেছিলাম। দর্শকদের ভালোবাসা দিবসে উপহার হিসেবে গানটি প্রকাশ করেছে পপি মাল্টিমিডিয়া। আশা নয়, বিশ্বাস করি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে আমার বাবা অসুস্থ, উনাকে নিয়ে হৃদরোগ ইন্সটিটিউটে আছি। সবাই বাবার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, পিজিতের বেড়ে ওঠা বন্দরনগরী চট্টগ্রামে। ছোটবেলা থেকেই গানের প্রতি নিমগ্ন পিজিতের বেশ কয়েকটি গান দর্শকপ্রিয়তা পেয়েছে। এখনও প্রকাশের অপেক্ষায় পিজিতের আরও ডজন খানেক গান।