ভালোবাসা দিবসে ন্যান্সির নতুন গান

| বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির নতুন গান। গানের শিরোনাম ‘সাতটি মাস’ রোমান্টিক গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন এহসান রাহী। কিছুটা বিরতির পর ডুয়েট গানে ফিরলেন এহসান রাহী। গানটির সুরও করেছেন তিনি। খবর বাংলানিউজের।

নতুন গান প্রসঙ্গে রাহীর ভাষ্য, গানটির সূচনা জীবনের গল্প নিয়ে। গানটির কথা লিখেছেন রাজু চৌধুরী। ন্যান্সির সঙ্গে এটিই প্রথম ডুয়েট গান গীতিকারের। গানটির সংগীত আয়োজন করেছে সেতু চৌধুরী। ‘সাতটি মাস’ গানটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে শব্দ ‘কারিগর’এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

পূর্ববর্তী নিবন্ধবসন্ত উৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধইরানে পুরস্কৃত ফারিণ