নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় ইন্ডিপিন্ডেন্ট এ্যাপারেলসে নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে স্যানিটারী ন্যাপকিনের ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয়।
কারখানার নারী শ্রমিকদের জন্য গোপনীয়তা রক্ষা করে নিরাপদে এবং সাশ্রয়ী মূল্যে স্যানিটারী ন্যাপকিন বিকাশের মাধ্যমে ক্রয়ের জন্য অটোমেটিক ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়। কারখানার দুই হাজারের মতো নারী শ্রমিকদের সুবিধার্থে স্থাপিত এই ভেন্ডিং মেশিনে মেয়েরা স্বাচ্ছন্দে নিজেদের মতো করে বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারী ন্যাপকিন কিনতে পারবেন। বিশ্ব ভালোবাসা দিবসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে মেশিন উদ্বোধন করেন উইম্যান চেম্বারের প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক।
প্রধান অতিথি নারী শ্রমিকদের জন্য এই বিশেষ ব্যবস্থা করার ভূয়শী প্রশংসা করেন এবং এই প্রকল্পের সাফল্য কামনা করেন। বিশেষ অতিথি ছিলেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সাহানা চেীধুরী। তিনি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে সচেতন হবার আহবান জানান।
অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট এ্যাপারেলসের চেয়ারম্যান উলফুতুন নেসা, এমডি এস. এম. আবু তৈয়ব, বিকাশের ভাইস প্রেসিডেন্ট সরোবর কুমার চন্দ, জিএম এস,এম, খালিদ হালিম, রিলেশনশিপ এক্সিকিউটিভ আকিব জাবেদ চৌধুরী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।