ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মুক্তি পাচ্ছে গায়ক জাহিদ নিলয়ের মিউজিক্যাল ফিল্ম ‘বুকে মায়া’। মিউজিক্যাল ফিল্মটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় মডেল দীপ চৌধুরী ও জারা মনি। গানটির গীতিকার ও সুরকার রাজু আহম্মেদ। সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। শিল্পী জানান, রেজা মাহমুদের পরিচালনায় মিউজিক্যাল ফিল্মটি মনোরম লোকেশন ও সেট নির্মাণ করে নির্মিত হয়েছে। এতে শিল্প নির্দেশনা ও সেট ডিজাইনার ছিলেন আপন, চিত্রগ্রহণ করেছেন সোহেল খান।