ভালোবাসা জেগে থাকে আশীষ সেন | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাকে। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির আদলে। বিরহের দেহে শঙ্খচিলের ডাক অমৃতের স্বাদে স্বাদু, শ্রাবণে–শরতে শিশিরের সংলাপ কথোপকথনে যাদু। দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জেগে থাকে।