যে মেয়ে কোন চাহিদা ছাড়াই আপনাকে ভালবাসে তাকে ঠকানো সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ! এমন মেয়ের ভালোবাসা পেয়ে তাকে ধোকা দেওয়া, মানে আপনি একটা নির্বোধ! যে মেয়ে আপনাকে ভালোবেসে তার আত্মসম্মান বিসর্জন দিতে পারে, সে মেয়েটির ভালোবাসা হারিয়ে ফেলা, মানে আপনি একটা অপদার্থ! এমন ভালোবাসা পেয়েও যত্ন করে আগলে রাখতে না পারাটা আপনার ব্যর্থতা!