ভালোবাসায় বেড়ে উঠুক প্রত্যেক শিশু

অদম্য সংগঠনের অনুষ্ঠানে ডা. সেলিম আকতার

| সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৯:০৯ পূর্বাহ্ণ

অদম্য বাংলাদেশ সংগঠনের উদ্যোগে অসচ্ছল পরিবারের শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী ও স্কুলমুখী করার লক্ষ্যে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে স্কুল ব্যাগ তুলে দেয়া হয়। সংগঠনের সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। প্রধান অতিথি বলেন, প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে সুপ্ত প্রতিভা। সবার মতই তাদেরও চিন্তা চেতনা বিকাশের জগৎ রয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতা, সহানুভূতি ও ভালবাসায় বদলে যাবে প্রতিটি শিশুর ভবিষ্যৎ। তিনি বলেন,আমরা চাই প্রত্যেক শিশুই ভালবাসায় বেড়ে উঠুক। এতে সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু ছালেহ, শামীম আজাদ রুবেল, শরীফুল ইসলাম শরীফ, নিজাম উদ্দীন রনি, কায়সার হামিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বারের বার্ষিক সাধারণ সভা