ভালোবাসা না থাকলেও কেউ কেউ সারাজীবন পাশাপাশি থেকে যায়, থাকতে হয়। আবার প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও কেউ কেউ কাউকে পাশে পায় না। তবুও জীবন যাপন করতে হয়। যাপন করতে হয় ভালোবাসার অপূর্ণতাকে হাসি মুখে মেনে নিয়ে। অথচ ভালোবাসাহীন জীবন মরুভূমি সম, চিনি ছাড়া মিষ্টির মতো, পাতা ছাড়া গাছের মতো, সুবাসহীন ফুলের মতো, জলহীন নদীর মতো, তাঁরাহীন চাঁদহীন নক্ষত্রহীন আকাশের মতো, সূর্যহীন দিনের মতো।
মানুষ ভাগ্য নামক অদ্ভুত এক বৃত্তের মাঝে বন্দী থাকে। কেউ কেউ বলে ভাগ্য তৈরী করতে হয়। ভাগ্য তৈরীর চক্রে কেউ কেউ উতরে যায় আর কেউ কেউ তলিয়ে যায় গভীর হতে গভীরে। জীবনের যতো চাওয়া–পাওয়ার অপূর্ণতাকে মানুষ ভাগ্যের দোহাই দিয়ে মেনে নেয়, বাধ্য হয় মেনে নিতে। যারা মেনে নিতে পারে না তারা জীবন থেকে পরিত্রাণ চায়। যদিও পরিত্রাণ পাওয়া সহজ কাজ নয়। মানুষ ভালোবাসা চায়, ভালোবাসতে চায়। এতে ভুল নেই। মানুষ সত্যিকার ভালোবাসা না পেলে মেনে নেয়। কষ্ট সয়ে নেয়। মেনে নেয়া কষ্টের ভালোবাসার নামে প্রতারণায়।