ভালোবাসা কোনো অপরাধ নয়, এটি মানুষের সহজাত মানবিক প্রবৃত্তি। আমরা সবাই পাপী নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বন্ধুবর সম্মানীত ড. মনওযার সাগরের ভাষায় বলি–ভালোবাসা এমন একটি শব্দ বর্ণানাহীন, ব্যাখ্যাহীন, যুক্তিহীন কিছু। যা শুধু অনুভব করা যায়।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমি তোমাকে অসংখ্যবার ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি। এই জীবনের পর অন্য জীবনে ও ভালোবেসেছি। বছরের পর বছর, সর্বদা সবসময়। ভালোবেসে সুনীল বাবু হয়ে গেলেন প্রেমিকার রাতের প্রহরী। প্রিয় লেখক হুমায়ুন আহমেদ বনে গেলেন অপরিকল্পিত প্রেমিক যোদ্ধা। তাঁর প্রেমের সেই সুবাষিত পল্লী নিবাসের কথা অজানা কিছুই না। প্রেমের রহস্যবরণে মেয়ের বান্ধবীর প্রেমে পরে বিয়ে করেন শাওন কে। তাই বলা যায় ভালোবাসার কোনো ব্যাকরণ নেই, নেই কোনো সমীকরণ।