ভালোবাসার মেঘ

সাহাদাত হোসাইন সাহেদ | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

মনের গুচ্ছ ছায়াই স্পর্শ করে, অনুপ্রাণিত হয়

কবিদের কবিতাবলী, লেখকের অসাধারণ কাহিনী

শৈলী। মুগ্ধ জনে বলে,

সুনিপুণ কৌশলের অনুভূতি

গুলি প্রকাশে সাড়া পরে যায় মানব মনে, সমাদৃত

হয় নান্দনিক ভুবনে। আনন্দ খুজে পায়, পরিতৃপ্ত

হয়। প্রেমে পড়ি কবি রবীন্দ্র নাথ ঠাকুর, কাজী

নজরুল ইসলাম ও কবি জসিম উদ্দীনের।

প্রেমে পড়ি লেখক হুমায়ুন আহমেদ,

জাফর ইকবাল,

সেলিনা বেগম, নিমাই ভট্টচার্য্য ও প্রেমিক কবি

নির্মলেন্দু গুণ, মহাদেব শাহা,

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ,

কবি আখতার হোসেন ও রাষ্ট্রীয় পদকে

ভুষিত কবিদের কবিতা।

কালভেদে হয় পরিবর্তন। দেখা দে অবচৈতন্য

খুণ্ডন।এখন শ্রাবণের আনাগোনায় বইছে বৃষ্টি।

রোদ, বৃষ্টি ও ভালোবাসার জয়টিকা কখনো

একরাশ অভিমান।

লিখার ইচ্ছে গড়ে উঠে বই পড়ার অভ্যাস।

আসুন তন্ত্র মন্ত্রে, অভ্যাস গঠনে

ভাসিয়ে দিয় ভালোবাসার মেঘ।

পূর্ববর্তী নিবন্ধনতুন কারিকুলাম সংস্কার করা হোক
পরবর্তী নিবন্ধবন্যার প্রতি