(৩০,৫৫০)
দেশকে আমি ভালোবাসি
ভালোবাসি মা,
মায়ের এবং দেশের নাকি
হয় না তুলনা।
দেশ এবং মা-ই সেরা
খুব মমতাময়,
এই মমতা যায় না মোছা
হয় না যে তার ক্ষয়।
কেউ করো না তুচ্ছ তাদের
কেউ করো না হেলা,
মায়ের জন্য দিলাম ভাসিয়ে
ভালোবাসার ভেলা।
সারাফ নাওয়ার | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ