ভালোবাসার পত্রকাব্য

জাকিয়া জেসমিন যূথী | রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

আমার একটা স্বপ্ন আছে। বড় স্বপ্ন। তার আগে করবো কিছু ক্ষুদে স্বপ্নপূরণ। যেতে হবে বহুদূর … আমি পারফেক্ট নই। আমি শুধু আমার মতো। আমি শুধু আমার চারপাশকে ভালোবেসে নিজের মতোই চলি। চারপাশের দুঃখ-কষ্ট-দুর্দশায় মাঝেমাঝে আমিও দ্রবীভূত হই। কিন্তু তারপর আপ্রাণ চেষ্টায় থাকি তা দূর হয়ে যাক। ডিপ্রেশনে মনবন্দী হয়ে পড়ে থাকতে ভালো লাগে না। আমি যেমন চারপাশকে ভালোবাসায় ভাসিয়ে দেই, তেমনি আমাকে ঘিরে থাকা মানুষগুলোও আমার আনন্দে ভাসতে থাকে, আমি মন খারাপ করে থাকলে তাদের মনেও সে ছায়া পড়ে। আমি চাই না কেউ কষ্ট পাক। আমি চাই সবাই আনন্দে বাঁচুক। কিন্তু একা সবাইকে খুশী করা এক অসম্ভব কাজ। উচ্ছ্বল চঞ্চলতার হুটোপুটিতে কখন যেন আমি অন্যের অন্দরে প্রবেশ করে ফেলি অনধিকার চর্চায়। কখনো তা জিইয়ে রাখতে চাই অসম্ভব জেদে; কখনো নিজেই অভিমানে ছিটকে পড়তে চাই। কিন্তু আমি চাই, সে বুঝুক আমাকে, ছিটকে পড়তে না দিক, বন্ধনে-মায়ায় জড়িয়ে রাখুক। কারণ আমি যে চাইনা ছন্নছাড়া হতে। চাই খুব ভালোবেসে কেউ রাখুক দৃঢ়তায়।
প্রিয়, তুমি শুধু আমায় স্নেহ দিও। আগলে রেখো ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে। এ
ক জীবনে শুধু তোমার ভালোবাসায়, ঘাড়ে মাথা রেখে পার করে দিতে পারবো হাজার বছর। আর হ্যাঁ, তুমি এসে সাহস দিও, শক্তি দিও। তোমার সাথে পরামর্শ করে আমি পথ চলতে চাই। আমি আমার সিদ্ধান্তগুলোর আলোর মুখে দেখতে চাই তোমার হাতে হাত রেখে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ সড়ক চাই
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে