ভালোবাসার দৃষ্টিতে দেখলে প্রতিবন্ধীরাও সমাজে অবদান রাখতে পারবে

ইউনেস্কো ক্লাবের অনুষ্ঠানে অনুপম সেন

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:৪৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ। সরকার প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আদর-স্নেহ-মায়া-মমতা আর ভালোবাসার দৃষ্টিতে প্রতিবন্ধীদের দেখলে তারাও সমাজের প্রতিনিধিত্বশীল ভূমিকা পালন করবে। তিনি গত ২৪ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার উদ্যোগে ‘জাতিসংঘ দিবস উদ্‌যাপন’ উপলক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলা সভাপতি প্রফেসর ড. মো.কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং আঁখি মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার সহ সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন লায়ন নুরুল আলম বাচ্চু, লায়ন শেখ মো. সামিদুল হক, লায়ন সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী। বক্তব্য রাখেন জাফর ইকবাল, তসলিম উদ্দিন আহমদ, ফারুক হাসান, ফেরদৌস খান, মো. আকতার হোসেন, আবছার উদ্দিন অলি, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, কানিজ ফাতেমা, মনজুর আলম, শাকিল আরাফাত। অনুষ্ঠান শেষে জাহেদুল ইসলাম মুন্না, কায়সার হামিদ, পুজা, এমদাদুল হক ও মো. রুবেল কে ৫টি হুইল চেয়ার এবং অনুপম সেলাই কেন্দ্রের পরিচালক নওশাবা তসলিমকে ১টি সেলাই মেশিন এবং ১ জনকে স্কেচ প্রদান করা হয়। শেষে ইউনেস্কো ক্লাবের লোগো সম্বলিত ১০০ জনকে মাস্ক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিপিডিএল সেলিন প্রকল্প হস্তান্তর
পরবর্তী নিবন্ধপূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার