গেল বছরে ‘প্রিয়তমা’ দিয়ে বছরময় আলোচনায় থাকা ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান এবার যে চারটি কাজ নিয়ে মাঠে নেমেছেন, সেগুলোর মধ্যে একটিতে শাকিবের ‘লুক’ প্রকাশ হয়েছে। গতকাল বুধবার ফেইসবুকে ভ্যালেনটাইনস ডেতে ‘দরদ’ সিনেমার পোস্টার শেয়ার করেছেন এই সুপারস্টার। খবর বিডিনিউজের।
নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় বাংলাদেশ–ভারতের যৌথ প্র্রযোজনার এ সিনেমার গল্প সাইকো থ্রিলার ধাঁচের। পোস্টারে হাতে–মুখে রক্তমাখা শাকিবের ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটি প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় মুক্তি পাবে ‘দরদ’। এ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন বলিউডের সোনাল চৌহান। আরও আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ বিজয়ী জেসিয়া ইসলাম এবং ঢাকা ও কলকাতার একঝাঁক শিল্পী। গত বছরের শেষ দিকে ভারতের বারানসি, এলাহাবাদসহ কয়েক জায়গায় ‘দরদ’র শুটিং হয়েছে। বাংলাদেশ–ভারতসহ ৩২ দেশে ‘দরদ’ মুক্তির পরিকল্পনা রেখেছে নির্মাতা ও প্রযোজনা সংস্থা। তবে সিনেমা মুক্তির তারিখ নিয়ে নির্মাতা মামুন এখনো কিছু জানাননি। শাকিবের হাতে ‘দরদ’ ছাড়াও হিমেল আশরাফের ‘রাজকুমার’ এবং রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ সিনেমার কাজ রয়েছে। এছাড়া নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমা পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়।












