ভালোবাসার জয়

মোহাম্মদ গিয়াসউদ্দিন | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

মানুষের জন্যে মানুষ

এ ভাবনায় উদ্ভাসিত হোক,

আমাদের অন্তরের অন্তর!

মায়া মমতা প্রেম ভালোবাসার

আলোকিত বন্ধন প্লাবিত হোক

আমাদেরই মনের মন্দির!

ধর্ম বর্ণ গোত্রের উর্ধ্বে আমরা মানুষ,

সদা এ ভাবনায় নৃত্য হোক,

আমাদের অন্তরের অন্তরে!

হিংসা বিদ্বেষ লালসাকে দূরে ঠেলে

অহংকার ডুবে যাক, আঁখি জ্বলে!

এ মন প্লাবিত হবে, ভালোবাসার বন্ধনে।

দিন শেষে আমরা যেন বুঝে পাই

আমরা মানুষ,

আদি পিতা আদমেরই সন্তান!

আমাদের জন্যে আমরা, আমরা করব,

সুখী সমৃদ্ধির আর শান্তির নতুন বিশ্ব

ভালোবাসার সন্ধানে!

মানুষের জন্যে মানুষ

এ ভাবনায় উদ্ভাসিত হয়ে!

পূর্ববর্তী নিবন্ধহাইওয়ে সড়কে পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজি বন্ধ করুন
পরবর্তী নিবন্ধস্বপ্নই সাফল্য