ভালোবাসার ছায়ায় ছায়ায়
একটু শুধু সুখের আশায়
ভেসে ভেসে জীবন ভেলায়
গাইবো সুখে গান।
এ জীবনের কানায় কানায়
ভরিয়ে নিতে মধুর মায়ায়
ঝিরিঝিরি মিষ্টি হাওয়ায়
জুড়াবো এই প্রাণ।
ভাসছে চোখে রঙিন ফাগুন
জ্বলছে মনে তুষের আগুন
সুখের সুর হয় নিদারুণ
সুরের কলতান।
ভালোবাসার করুণ বাঁকে
চাঁদের হাসি মেঘে ঢাকে
মনের পাতায় করুন রাগে
আঁকে কালো তান।
ভুলে ভুলে কাটল বেলা
মোহনায় ভিড়ল ভেলা
নিরাশার দুঃখের খেলা
ঝরায় অশ্রুবান।
জনারণ্যে বড়ই একা
আলোর আশে একলা হাঁটা,
আলেয়াতে পড়লে বাঁধা
নেই যে অভিমান।