কথা দিয়েছিলে জীবনের আর
যে কটা দিন বাকি আছে
তুমি আমি একসাথে কাটাবো।
মানুষটা তুমি বরাবরই সৎ এবং ভালো
কিন্তু কেন আমার কাছ থেকে
লক্ষ যোজন দূরে রইলে?
বেশ না হয় তাইবা রইলে
তবু ছিলে পাশে
আমার মান অভিমানের মূল্য
তোমার কাছে নিতান্তই কম ছিল
আমি প্রথম থেকে শেষ অবধি বুঝতে পেরে
তোমাকে বহুবার বহুভাবে বলেছি
গ্রাহ্য করনি কখনো তুমি
প্রতিবারই নিজকে মূল্যহীন মনে হতো
বহুবার বহুভাবে বলেছি লিখেছি
তুমি যেভাবে চলার সেভাবেই চলেছো
এক এক সময়ে বিদ্রোহ করে উঠতাম
মন দুমড়ে মুচড়ে ভেঙে যেত
তাতেও তোমার গ্রাহ্য নেই
এক অদ্ভুত প্রকৃতির মানুষ তুমি
যার হৃদয় ভরা প্রেম
কিন্তু নিজকে বিশাল এক
দেওয়ালের অন্তরালে রাখো
এ কেমন স্বভাব ছিল তোমার!
আমি কিছুতেই মেনে নিতে
পারলাম না। তাই দীর্ঘ চার বছরের
সম্পর্কের ইতি টানার অভিনয় করলাম
তুমি তাতেই রাজি। তবে কি তোমার
মধ্যে প্রেম ভালোবাসা কিছুই ছিল না!
অভিনয় করতে জানোএমনও মনে
হয়নি তোমাকে আমার! অবশেষে হেরে
গেলাম আমি নিজের কাছে
বুঝলাম পৃথিবী বদলে যায়
তার সাথে বদলে যায় মানুষও
কিন্তু আমি কখনো বদলে যেতে
পারবো না। আমার স্মৃতির কারাগারে
তুমি চিরদিন চিরকাল
আমার পাশেই থাকবে।