ভালোবাসার মাঝে মাদকতা থাকা জরুরি, খুব জরুরি।এ মুহূর্তে দেখা করতেই হবে, এসো। ভিডিও কলে হবে না, আসতেই হবে তোমাকে। আঙুল গুলো ছুঁয়ে দেয়া। একটু চোখাচোখি হওয়া, তাতেই যেন স্বর্গে ঘুরে আসা। ভালোবাসার সম্পর্কে, বন্ধুত্বে, দাম্পত্যে এমন মাদকতা খুবই প্রয়োজন। সঙ্গীটি কাছে নেই তবু যেন তার সৌরভ ঘিরে আছে। আমার সঙ্গী দেখছে না তাতে কী আমাকে সময় মত খেতে হবে, ওষুধ খেতে হবে, বেশি রাত অব্দি অনলাইনে সবুজ বাতি জ্বালিয়ে রাখলে সঙ্গীর বকা খেতে হবে এটাও এক ধরনের মাদকতা। এখানে আমি সঙ্গী বলতে শুধু প্রেমিক, প্রেমিকাকে বুঝাইনি। বন্ধু হতে পারে, স্বামী হতে পারে, প্রেমিক হতে পারে। কিছু সময় এমন মাদকতা নিজে সৃষ্টি করা যায় না। ঈশ্বর প্রদত্তও হয় বোঝা যায়। এমনও সম্পর্ক দেখেছি আমি বছরের পর বছর দেখা নেই তবু সঙ্গীটির প্রতি আন্তরিকতা, সম্মান আর প্রতীক্ষায় দিন গোনে অপর প্রান্তের সঙ্গীটি। সঙ্গী কাছে থাকলে যেন ৩০ সেকেন্ডে মিনিট হয়ে যায় এমনটাও ভাবেন অনেক প্রেমিক মন। এটাও প্রবল মাদকতা থেকেই মস্তিষ্কে আসে। সুন্দর সময় দ্রুত চলে যায়, যাক মাদকতাটুকু থেকে যাক ভালোবাসার পৃথিবীতে।