আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক
আমি চাই না কেউ আমার সৌন্দর্যের
প্রেমে পরুক
আমি চাই না কেউ আমার কথার প্রেমে
পরুক নয়তো মায়ায়,
তবুও শতভাগ দৃঢ়তার সাথে বলতে চাই
ভালোবাসাও একটা আর্ট।
যতই তুমি উপমা, উপাদান ও শিল্পিতভাবে ধারণ,
উপস্থাপন ও সাজাতে পারবে
ভালোবাসা ততই উপভোগ্য হবে।
ভালোবাসা এমন নয়, যে দেখলাম কথা
বললাম হুটহাট
প্রেমে পড়ে গেলাম।
মুখে ভালোবাসি শব্দটি বলার আগেই
যে তোমার অনুভূতিকে বুঝবে
চোখের ভাষা বুঝবে সেই তোমার
সত্যিকারের ভালোবাসা।
সত্যিকারের ভালোবাসায় কোনও বয়স নেই
যখন আসে হঠাৎ করেই আসে হৃদয় উজাড় করে
ঝড়ের মতোই আসে
ভালোবাসা একটা মানুষকে অনেকটাই
পরিবর্তন করতে পারে
সে যতই কঠিন হৃদয়ের হোক,
সেও ভাবনায় ডুবে যাবে
প্রিয় কোন মুখ বা মুহূর্ত ভেবে
ভালোবাসা মানে হুটহাট দেখা নয় মাঝখানে
অপেক্ষা শব্দটি রাখা উচিৎ
অপেক্ষার কষ্ট ছাড়া ভালোবাসা নিছক
সস্তা মূল্যহীন।