ভালবাসি ক্রিকেট টুর্নামেন্টে টীম বার্নাস চ্যাম্পিয়ন

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

ভালবাসি ক্রিকেট আয়োজিত ও দিয়া ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় প্রথমবারের মত আয়োজিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অভ্যন্তরীন শর্টপিট ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রিজভী হাসান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফাইনালে টিম বার্নাস ৭ রানে ভিক্টোরিয়া সিক্রেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৪৯ রান করতে সক্ষম হয় টীম বার্নাস। ৫০রান তাড়া করতে নেমে ভিক্টোরিয়া সিক্রেট ৮উইকেট হারিয়ে ৪৪রান করে।
টুনামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছে রাইজিং স্টার দলের মোঃ মিরাজ। সেরা ফিল্ডার ভিক্টোরিয়া সিক্রেট এর মোঃ মাকসুদ, সেরা জার্সি রাইজিং স্টার এর, ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা বোলার বিজয়ী দল টীম বার্নাস এর অধিনায়ক সাকিব হাসান অভি। খেলার শেষে পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আজিজ, মোঃ মোশাররফ হোসেন লিটন, ফারুক রানা, আলাউদ্দীন ভূইয়া।
এতে আরো উপস্থিত ছিলেন সাদ্দাম, আজাদ, রবিন, নূরউদ্দিন, অভি, নেজাম, পারভেজ, মামুন, মিরাজ, নয়ন, লিংকন, সোহেল, মাকসুদ, নাঈম,আনোয়ার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পকে দোষী সাব্যস্ত করুন, নয়তো পুনরাবৃত্তি
পরবর্তী নিবন্ধআইপিএল দলগুলির আগ্রহের তালিকায় মোস্তাফিজ মাহমুদউল্লাহ-সাইফউদ্দিন