ভার্জিনিয়ায় স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গুলি, নিহত ২

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে একটি স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডের একটি স্কুলে ঘটনা ঘটে। স্কুলের কর্মকর্তারা বলছেন, হুগেনোট হাই স্কুলের একটি অনুষ্ঠান চলাকালে বন্দুক হামলা চালানো হয়। ঘটনায় আগামী সপ্তাহের মঙ্গলবার নির্ধারিত আরেকটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বুধবার সব ক্লাস বাতিল করা হয়েছে। পুলিশ বলছে, নিহতদের মধ্যে একজনের বয়স ১৮ বছর। তিনি স্নাতক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। খবর বাংলানিউজের।

আরেকজনের বয়স ৩৬ বছর। পুলিশ এখনো তাদের পরিচয় প্রকাশ করেনি। রিচমন্ড পুলিশ প্রধান রিক অ্যাডওয়ার্ডস জানিয়েছেন, একজন ১৯ বছর বয়সী সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্য একজনকে একটি হ্যান্ডগানসহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে আটক করা হয়েছিল। কিন্তু ধারণা করা হচ্ছেতিনি হামলার সঙ্গে জড়িত ছিলেন না।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের শাসন মেনে নেওয়া হবে না: ল্যাভরভ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চান সুনাক