ভারী বৃষ্টিতে পাহাড় ধস

কাপ্তাই-ঘাগড়া সড়কে যান চলাচল বিঘ্নিত

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্ণ

গত কয়েকদিনের লাগাতার ভারী বর্ষণের ফলে কাপ্তাই উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ পাহাড় ধসের ফলে বিভিন্ন স্থানে রাস্তার নিচ থেকে মাটি সরে গিয়ে সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আবার কোন কোন স্থানে সড়কের ওপর মাটি পড়ে বিশাল এলাকায় যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কাপ্তাই ঘাগড়া সড়কের বিভিন্ন স্থানে রাস্তার ওপর পাহাড় ধসে পড়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

শুক্রবার সরেজমিন পরিদর্শনে দেখা গেছে কাপ্তাই ঘাগড়া সড়কের মুরালী পাড়া নামক স্থানে প্রায় ৫শ ফুট এলাকায় সড়ক জুড়ে পাহাড়ের মাটি ছড়িয়ে আছে। এর ওপর দিয়ে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় গৌরব মারমা বলেন, কাপ্তাই উপজেলায় গত এক সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির ফলে সড়কের পাশের পাহাড় ধসে রাস্তার ওপর পড়ে। স্থানীয় জনগণ জনস্বার্থে নিজ উদ্যোগে সড়কে জমে থাকা কিছু মাটি সরিয়ে নেবার পরও সড়কের ওপর বিশাল এলাকা জুড়ে কাদা মাটি ছড়িয়ে রয়েছে। ৫নং ওয়াগ্‌গা ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার আপাই মরমা বলেন, পিচ্ছিল মাটি জমে সড়কের অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে এই সড়ক দিয়ে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। পায়ে হেঁটেও সড়ক পার হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সড়ক পথে মোটরসাইকেল চালানো আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বরইছড়ি ঘাগড়া সড়কে অটোরিকশা চালক হুমায়ুন কবির বলেন, মুরালী পাড়া এলাকার ওপর দিয়ে বর্তমানে গাড়ি চালাতে পারছিনা। গাড়ির স্টেয়ারিং ধরে রাখা কঠিন হচ্ছে। গাড়ির নিয়ন্ত্রণ ঠিক রাখা সম্ভব হচ্ছে না। সড়কের মাটি অপসারণ না করা পর্যন্ত সড়ক ঝুঁকিপূর্ণ থাকবে বলেও তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারি প্রকৌশলী কির্তী নিশান চাকমা বলেন, বিগত কয়েক দিনের অবিরাম ভারী বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কিছু এলাকায় সড়কে যানবাহন চলাচলে সমস্যার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ অবগত রয়েছে। বৃষ্টির মধ্যে মাটি পরিস্কার করা যাচ্ছে না। তবে বৃষ্টি একটু কমলেই রাস্তা থেকে মাটি সরিয়ে সড়ক যান চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে। আপাতত তিনি সর্বসাধারণকে সাবধানতার সাথে সড়কের ওপর দিয়ে চলাচল করার জন্য পরামর্শ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ধানি জমিতে অজ্ঞাত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচকরিয়ার বিএমচরে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন