ভারী বর্ষণে চবিতে পাহাড় ধস

৩ দিন বন্ধ ঘোষণা, শাটল ট্রেন চলাচল বন্ধ, ৪ বিভাগের পরীক্ষা স্থগিত

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়া বৃষ্টির পানিতে সড়ক ও রেললাইন ডুবে যাওয়ার কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সড়কে গাছ পড়ে চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। পাহাড় ধসে একজন আহত হয়েছে।

সার্বিক দিক বিবেচনা করে চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে চবির সব ক্লাসপরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাস চলাচলও বিঘ্নিত হয়েছে। ফলে সোমবার বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষ, মার্কেটিং বিভাগের ষষ্ঠ সেমিস্টার, সংগীত বিভাগের স্নাতকোত্তর এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তরের একটি কোর্সের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শাটল ট্রেন ক্যাম্পাসে না আসায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ ছিল শ্রেণি কার্যক্রমও। জানা গেছে, ভারি বর্ষণে একটি বসতঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়াসহ একজন আহত হয়েছেন। গাছ ভেঙে পড়ে মাথা ফেটে যাওয়া আহত ব্যক্তির নাম মো. হানিফ। তিনি চবির জীববিজ্ঞান অনুষদে দায়িত্বরত একজন কর্মচারী। অপরদিকে টানা বৃষ্টির কারণে ফতেয়াবাদ এলাকায় রেললাইন ডুবে গেছে। সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে নাজিরহাট ও বিশ্ববিদ্যালয় রেল যোগাযোগ। আগামী তিনদিন ক্যাম্পাস বন্ধ থাকলেও ট্রেন চলার মতো অবস্থা থাকলে ট্রেন চলাচল করবে জানিয়েছে কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনিতে পাহাড় ধসে গাছ পড়ে একটি বসতঘর ভেঙে পড়েছে। বৃষ্টির পানির সঙ্গে নেমে আসা মাটিতে কাটাপাহাড় সড়ক অচল হয়ে পড়েছে।

ব্যবসায় প্রশাসন অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ একাধিক জায়গায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এছাড়া সোমবার সকাল থেকে ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, ভোর রাতে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় পাহাড় ধসে গাছ পড়ে ঘরের দেয়াল ভেঙে একজনের মাথা ফেটে গেছে। তাদেরকে আগেও মাইকিংয়ে সতর্ক করা হয়েছিল। তাছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। সেগুলো অতি দ্রুত সরিয়ে ফেলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে পানিতে ডুবে শিশুর প্রাণহানি
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা