ভারী আকাশ

গৌরী সর্ববিদ্যা | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৬:০৪ পূর্বাহ্ণ

চারিদিকে হঠাৎ গেলো থেমে

কালো মেঘে বর্ষা এলো নেমে

মিছিল নিয়ে নামলো সবাই মাঠে

বয়ে গেলো রক্ত রাস্তাঘাটে

শিক্ষার্থীরা রাস্তায় নামে যেদিন

আগুন ঝরা বৃষ্টি হলো সেদিন

ভবিষ্যতের কত স্বপ্ন আশা

জন্মভূমির প্রতি ভালোবাসা

ধুয়ে গেলো এক নিমেষে সবই

দিন ধরে আর ওঠেনি রবি

ঘরে ঘরে বন্ধ হলো কপাট

নিমেষেই সোস্যাল মিডিয়া লোপাট

সব দুয়ারে ঝুলছে যখন তালা

বাবা মায়ের বুকে তখন জ্বালা

সন্তানহারা মায়ের আহাজারি

কষ্ট দেখে আকাশ হলো ভারী!

পূর্ববর্তী নিবন্ধনগরীর বেটারী গলির ট্রান্সফরমার পরিবর্তন করা হোক
পরবর্তী নিবন্ধআমার বাংলা মা আবার হাসবে