শক্তিশালী ঝড়ের প্রভাবে টানা প্রবল বর্ষণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির কারণে নিউইয়র্কের বিমান এবং মেট্রো পরিষেবাও আংশিকভাবে ব্যাহত হয়েছে। লাগার্দিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ রাখা হয়েছে। বন্যার কারণে পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্কে জারি করা হয়েছে দুর্যোগকালীন জরুরি অবস্থা। বৃষ্টি না কমায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, নিউইয়র্কের প্রায় ৮৫ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। টানা বর্ষণের কারণে পানি নামতে পারছে না। খবর বাসসের।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ব্রোনক্স, ব্রুকলিন, কুইন্স রয়েছে বলে জানিয়েছে এনডব্লিউএস। ম্যানহাটানের সড়কেও অনেক গাড়ি পানির মধ্যে আটকা পড়তে দেখা গেছে। নিউইয়র্কের বেশির ভাগ এলাকায় গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। নিউইয়র্ক মেট্রোর একাধিক লাইনে পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। বাতিল হয়েছে অনেক ট্রেন।
নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা–বিষয়ক কমিশনার জেচারি ইসকল জানান, গত দুই বছরের মধ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ছিল সবচেয়ে বৃষ্টিবহুল দিন। শুধু নিউইয়র্ক নয়, আমেরিকার উত্তর–পূর্ব অঞ্চল জুড়েই ভারী বৃষ্টি হয়েছে।
এরআগে ২০২১ সালের আগস্টে এক দফা বন্যায় ডুবেছিল নিউইয়র্ক। ওই সময় শক্তিশালী হারিকেন ইডার প্রভাবে ভারি বৃষ্টিতে তলিয়ে যায় নিউইয়র্কের অনেক ভবনের বেজমেন্ট। শহরের উত্তর–পূর্বাঞ্চলে প্রাণ হারান ১৩ জন।