ভারি বৃষ্টিতে কলকাতাজুড়ে জলাবদ্ধতা, ১০ মৃত্যু

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৯ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় রাতভর ভারি বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ সময় নগরীটিতে বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পৃথক পৃথক ঘটনায় বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়ারহাট, ইকবালপুর, বেহালা ও হরিদেবপুরে এসব মানুষের মৃত্যু হয়েছে। এই এলাকাগুলো কলকাতার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলজুড়ে বিস্তৃত। এদের মধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। জলাবদ্ধতার কারণে কলকাতার সড়ক যোগাযোগের পাশাপাশি আন্তঃনগর ট্রেন ও মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে। নগরীর নিচু এলাকাগুলোতে জমে যাওয়া বৃষ্টির পানি ঘরবাড়িতে প্রবেশ করেছে। বৃষ্টির কারণে বেশ কয়েকটি স্কুল ছুটি ঘোষণা করেছে। বৃষ্টির তীব্রতা বেশি ছিল নগরীর দক্ষিণাংশ ও পূর্বাংশে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত কয়েক ঘণ্টার মধ্যে গড়িয়া কামডহরিতে ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সবমিলিয়ে শহরজুড়ে রাত থেকে ভোর পর্যন্ত গড়ে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার ডটকম।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৭০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বাড়াতে চান পুতিন