ভারি বর্ষণের সম্ভাবনা, ৩ নম্বর সংকেত

ঘূর্ণিঝড় ‘ইয়াস’

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৬:০৯ অপরাহ্ণ

আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা নিয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পৌঁছে গেছে ভারতের ওড়িশা উপকূলের আড়াইশ কিলোমিটারের মধ্যে।
বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে সংকেত বাড়িয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বিডিনিউজ
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ অতি ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে পূর্ণিমায় স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে উপকূলের নিচু এলাকাগুলো।
আগামীকাল বুধবার (২৬ মে) দুপুর নাগাদ এ ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং ওড়িশার পারাদ্বীপের মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল পেরিয়ে স্থলভাগে উঠে আসতে পারে।
তখন বাতাসের গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা দিয়েছেন ভারতের আবহাওয়াবিদরা।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় হাতির আক্রমণে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধওমানে করোনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু