ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন

রেজাউল করিমের দক্ষিণ কোরিয়া যাত্রা

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৫:০২ পূর্বাহ্ণ

সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণের উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে ঢাকায় রওনা হয়েছেন। বিমান বন্দরে সিটি মেয়রকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, অধ্যাপক মো. ইসমাইল, জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী, নুর মোস্তফা টিনু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল আলম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মেয়র ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় দক্ষিণ কোরিয়ারর পথে রওনা হন। মেয়র রেজাউল করিম চৌধুরী আগামী ১৭ জানুয়ারি দেশে ফিরবেন বলে কথা রয়েছে। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দক্ষিণ কোরিয়া অবস্থানকালে রামপুর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন। সিটি মেয়রের সফর সঙ্গী হিসেবে রয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাঠ পর্যায়ের কর্মীদের গ্রিন ডেল্টার মাধ্যমে স্বাস্থ্য বীমা সুবিধা দেবে রবি
পরবর্তী নিবন্ধইসহাক চৌধুরী আলীম ছিলেন সবার হৃদয় জয় করা নেতা