চলতি বছরের আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি–টোয়েন্টির সিরিজটির সময়সূচিও ইতোমধ্যে ঘোষণা করেছে বিসিবি। কিন্তু সমপ্রতিক দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ভাটা পড়ায় আসন্ন সিরিজটি স্থগিত হতে পারে বলে দাবি করে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গণমাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের ভাষ্য ‘এই সফর ক্যালেন্ডারের অংশ পূর্ব নির্ধারিত হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি’ ভারতের বিপক্ষে সাদা বলের এই সিরিজ বাতিলের শঙ্কা নিয়ে গতকাল শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘ভারত এ মুহূর্তে আমাদের কিছু জানায়নি, একটা পত্রিকার খবরের কথা শুনেছি। ওরা পুরো ট্যুর নিশ্চিত করেছে। ভ্রমণসূচিও তৈরি হয়ে গেছে। পরিস্থিতিটা তো আমি এ সম্পর্কে বলতে পারব না। তবে এ মুহূর্তে পুরো ট্যুর আছে। এটা নিয়ে কোনো কথা শুনিনি যে হবে না।’আইসিসি সভাপতি ও প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহর পাশাপাশি বর্তমান বিসিসিআই সচিব সাইকিয়ার সাথেও আলোচনা হয়েছে বলে জানান ফারুক, ‘আমি দুইবার আইসিসি মিটিংয়ে গিয়েছি। প্রথমবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ছিল, তাঁর সাথে কথা বলেছি। ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। পরেরবার তাঁর সাথে যখন মিটিং করেছি সে আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। তবে তার তো একটা ভালো প্রভাব আছে বিসিসিআইতে। নতুন যে সেক্রেটারি ওদের দেবজিত সাইকিয়া, ওর সাথেও কথা বলেছি। অনুরোধ করেছি। আমি মনে করি এখনও এটা ঠিক সময়ে হওয়ার সম্ভাবনা আছে।’ সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথা ভারতীয় দলের। এ ছাড়া ১৭ আগস্ট মিরপুর শের–ই–বাংলার মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। ঢাকা ছাড়াও চট্টগ্রামেও ম্যাচ হওয়ার কথা।