বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির তিন দিনের ভারত সফর ঘিরে শুরু থেকেই ছিল তুমুল উন্মাদনা। কিন্তু কলকাতার সল্টলেক স্টেডিয়ামে নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা সেই আনন্দকে ম্লান করে দেয়। এবার সেই সফরের আর্থিক লেনদেন নিয়ে বেরিয়ে এসেছে বড় ধরনের তথ্য। সফরের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, এই সফরের জন্য লিওনেল মেসিকে প্রায় ৮৯ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ প্রায় ১২১ কোটি ৪ লাখ টাকা। তদন্ত সূত্রে জানা গেছে, মেসির এই সফরের পেছনে মোট ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি। যার মধ্যে ১১ কোটি রুপি ভারত সরকারকে কর হিসেবে প্রদান করা হয়েছে। আয়োজক শতদ্রু দাবি করেছেন, এই বিশাল ব্যয়ের বড় একটি অংশ এসেছে স্পন্সর এবং টিকিট বিক্রি থেকে। বর্তমানে শতদ্রুর ব্যাংক অ্যাকাউন্টটি জব্দ করা হয়েছে, যেখানে ২০ কোটি রুপিরও বেশি জমা রয়েছে। বিপুল অঙ্কের টাকা পেলেও মেসি কিন্তু এই সফর শেষে খুশি হতে পারেননি। তদন্তকারী দল (এসআইটি) জানিয়েছে, দর্শকরা বারবার তাকে স্পর্শ করা বা জড়িয়ে ধরার চেষ্টা করায় মেসি চরম বিরক্তি প্রকাশ করেছিলেন। এছাড়া প্রভাবশালী ব্যক্তিদের স্বজনদের মাঠে বিশেষ সুবিধা প্রদান এবং দর্শকদের ভাঙচুরের ঘটনায় মাঠের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে।
এর ফলে মেসি তার নির্ধারিত সময়ের আগেই কলকাতায় অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনার জেরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও সমালোচনা শুরু হয় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেন। সল্টলেক স্টেডিয়ামে দর্শকদের বিশৃঙ্খলার বিষয়ে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।












