বাংলাদেশের নাগরিক বলে ভারত যেভাবে লোকজনকে সীমান্তের এপারে ঠেলে দিচ্ছে, তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, কেউ বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে প্রমাণসাপেক্ষে তাদেরকে গ্রহণ করবে ঢাকা। তবে, সেটা অবশ্যই ফর্মাল চ্যানেলে হতে হবে। খবর বিডিনিউজের।
সীমান্তবর্তী বিভিন্ন পথে বিএসএফের পুশইনের বিষয়ে সরকারের অবস্থান কী জানতে চাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, আমরা প্রতিটি কেইস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি। এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকে এবং প্রমাণিত হয়, তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব। এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশইন করাটা সঠিক নয়।
বাংলাদেশ ভারত সরকারকে জানাবে কি না, এমন প্রশ্নে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, আমরা ইতোমধ্যে ভারত সরকারের যোগাযোগের চেষ্টা করছি এ বিষয়ে।