ভারত মহাসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার করা ৩৫ সোমালি জলদস্যুকে গতকাল মুম্বাই আনা হয়েছে। তাদের এমভি রুয়েন নামের মাল্টার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছিল।
ভারতীয় নৌবাহিনীর জাহান আইএনএস কলকাতা গতকাল সকালে মুম্বাইতে পৌঁছে। আইনি প্রক্রিয়া শেষে জলদস্যুদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। হাতকড়া পরিহিত অবস্থায় তাদের একাধিক ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছে বলে শেষ খবরে জানা গেছে।
ভারতের নৌ কমান্ডোরা সোমালিয়া উপকূল থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরে গভীর সাগরে এমভি রুয়েন নামের জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছিল। ওই সময় অস্ত্রশস্ত্রসহ আটক করা হয় ৩৫ জলদস্যুকে। তারা আত্মসমর্পণ করেছিল। এমভি রুয়েন এবং উদ্ধারকৃত নাবিকদের স্বদেশে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
জলদস্যুদের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ভারতের আইন অনুযায়ী, জলদস্যুরা দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।