ভারতের বিপক্ষে ম্যাচের বাকি আর দশ দিন। সৌদি আরবের তায়েফে কোচ হাভিয়ের কাবরেরা অধীনে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ। লক্ষ্য এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের বিপক্ষে জয়। সে লক্ষ্যে এবার একটু আগেভাগেই সৌদিতে ক্যাম্প করছে লাল সবুজের প্রতিনিধিরা। তায়েফের প্রশিক্ষণ থেকেই দলের সহকারী কোচ ও খেলোয়াড়েরা জানিয়েছেন ভারত ম্যাচের জন্য তারা প্রস্তুত। দারুণ কিছুর আশায় কাবরেরার দল। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটি খেলবে শিলংয়ে জওহর লাল নেহেরু স্টেডিয়ামে। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সৌদির তায়েফের কন্ডিশন বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন এই সপ্তাহটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। শুক্রবার ফোকাস করেছিলাম যে আমরা কীভাবে ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করেছি। পাশাপাশি ভারত কিভাবে অ্যাটাকিংয়ে যায়, এবং আমাদের তাদের কিভাবে ব্লক করতে হবে, এ নিয়ে আমাদের ক্লাস হয়েছে। শনিবারটাও আমাদের কেটেছে একই প্রক্রিয়ায়।
বাংলাদেশ দলে এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও ইতালির ফোর্থ টায়ারে খেলা ফাহমিদুল ইসলাম। ইতিমধ্যে দলের সঙ্গে সৌদিতে যোগ দিয়েছে লেফটব্যাক ফাহমিদুল। আর প্রস্তুতি ম্যাচে নিজের জাতটাও চিনিয়েছেন ফাহমিদুল। হামজারও দেশে আসার কথা আজ ১৭ মার্চ। যে কারণে দলে বেড়েছে প্রতিযোগিতা। একাদশে সুযোগ পেতে খেলোয়াড়রা দিচ্ছেন নিজেদের সর্বোচ্চটা। সহকারী কোচের কথাতেই তা পরিস্কার সব কিছু মিলিয়ে ছেলেরা খুব হার্ডওয়ার্ক করছে। প্রত্যেকে তাদের সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করছে। শিলংয়ের কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন মিডফিল্ডার মো. সোহেল রানা। ভিডিও বার্তায় বলেছেন অবশ্যই আমরা ভালো ট্রেনিং করেছি। এখানে ঠান্ডা ছিল । বৃষ্টিও হয়েছে একাধিকবার। শিলংয়ে গিয়ে আমরা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব। ভারত ম্যাচ নিয়ে আমাদের কোচিং স্টাফ আমাদের কি করতে হবে সেসব দেখিয়ে দিচ্ছে। আশা করি মাঠে আমরা এটার ছাপ রাখতে পারব।
দলে নিজের স্থান জানান দিতে চান প্রথমবার ৩০ জনের স্কোয়াডে ডাক পাওয়া ফরোয়ার্ড আরিফ হোসেন। তিনি বলেণ প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছি। সবার সঙ্গে এনজয় করছি। জাতীয় দলের অনুশীলন স্বাভাবিতভাবেই হার্ডওয়ার্ক করতে হয়। এসবের সঙ্গে মানিয়ে নিচ্ছি।সবাই খুব হেল্পফুল আশা করছি ভারত ম্যাচে ভাল কিছু হবে। এদিকে ভারত ম্যাচ সামনে রেখে আজই দলের সঙ্গে যোগ দেবেন হামজা। লন্ডন থেকে সরাসরি তিনি পৌছাবেন সিলেটে। সেখানে নিজের চাচার বাড়িতে যাবেন। একরাত থেকে পরের দিন ফিরবেন ঢাকায়। ফেডারেশন সূত্রে জানা গেছে ওই দিনই তাকে সংবর্ধনা দেবে বাফুফে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্ডারেরও ইচ্ছা ছিল ভারতে যাওয়ার আগে বাংলাদেশী সমর্থকদের সঙ্গে পরিচিত হওয়া। বাফুফের তার চাওয়া মতো সেদিকেই হাটছে বলে জানা গেছে। সবকিছু অবশ্য এখনও নিশ্চিত নয়।
অন্য এক সূত্রে জানা গেছে হামজার সঙ্গে একই দিনে দেশের সমর্থকদের সঙ্গে বাফুফে পরিচয় করিয়ে দিতে চায় ইতালি থেকে আসা ফাহমিদুলকে। দলের সঙ্গে বর্তমানে তিনি আছেন সৌদি আরবের তায়েফে। দলের সঙ্গে তিনি ফিরবে ১৮ মার্চ। একদিনের বিরতির পর আগামী ২০ মার্চ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে কাবরেরার দল। তবে যাওয়ার আগে ৩০ জনের স্কোয়াড থেকে দুজন কমিয়ে ২৮ ফুটবলারকে নিয়ে শিলংয়ে যাবেন কোচ । এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ পড়েছে এবার ‘সি’ গ্রুপে। জামাল ভূইয়াদের সঙ্গে এই গ্রুপে আরও আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। এই প্রতিযোগিতায় এর আগে একবারই কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। কাজী সালাহউদ্দিন ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুদের নিয়ে গড়া সেই দল প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিল ১৯৮০ সালে। ওই আসরে গ্রুপ পর্বের চার ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। কেবল সালাউদ্দিন ও চুন্নু দুজনেরই বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছিলেন। প্রায় ৪৫ বছর পর এবার ফের এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের। হামজা, ফাহমিদুল, তারিক কাজী, রাকিব হোসেনরা পারবেন কিনা সেই স্বপ্ন পূরণ করতে সেটাই এখন দেখার। আগামী ২৫ মার্চ জওহর লাল নেহেরু স্টেডিয়াম থেকে তৃপ্তির জয় নিয়ে ফিরতে পারবে তো বাংলাদেশ। সেটাই আপাতত বড় প্রশ্ন।