বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সহযোগিতায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে ভারতফেরত করোনা রোগীর নমুনায় আফ্রিকান ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। সম্প্রতি ওই আক্রান্ত ব্যক্তির নমুনা থেকে ঝঅজঝ-ঈড়ঠ-২ বা নভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য (ডযড়ষব এবহড়সব ঝবয়ঁবহপব) উন্মোচন করা হয়। এতে আফ্রিকান ধরনের উপস্থিতি দেখা যায়। গতকাল মঙ্গলবার সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ করা হয়, গত ১৫ মে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম থেকে ভারতফেরত ৬ জন বাংলাদেশি নাগরিকের করোনাভাইরাস টেস্টের নমুনা সিভাসুর কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ জনের কোভিড নেগেটিভ এবং ১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সার্বিক নির্দেশনায় এবং পোল্ট্রি রিসার্চ এবং ট্রেনিং সেন্টার (পিআরটিসি), সিভাসুর আর্থিক সহায়তায় সিভাসুর প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ড. শারমীন চৌধুরী, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. ত্রিদীপ দাশ, ডা. প্রনেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. তানভীর আহমদ নিজামী কোভিড-১৯ আক্রান্ত রোগীর স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। ওই আক্রান্ত ব্যক্তির নমুনা থেকে ঝঅজঝ-ঈড়ঠ-২ বা নভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য (ডযড়ষব এবহড়সব ঝবয়ঁবহপব) উন্মোচন করা হয়। এতে আফ্রিকান ধরনের উপস্থিতি দেখা যায়। প্রেস বিজ্ঞপ্তি।