ভারত-পাকিস্তান সংঘাত : ঢাকামুখী ৩ ফ্লাইটের পথ পরিবর্তন

রুট পরিবর্তনে হিমশিম খাচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে ঢাকামুখী তিনটি ফ্লাইটকে পথ পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই ফ্লাইটগুলো কুয়েত ও তুরস্ক থেকে আসছিল বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, মিসাইল হামলার পরিপ্রেক্ষিতে ভারতপাকিস্তান আকাশপথ বর্তমানে অনিরাপদ বিবেচিত হওয়ায় বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তন করেছে। এর মধ্যে তুরস্ক থেকে রওনা হওয়া টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাসকট বিমানবন্দরে অবতরণ করে। কুয়েত থেকে রওনা হওয়া জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটকে ঘুরিয়ে দুবাইয়ে নেওয়া হয়। একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট কুয়েতে ফিরে যায়। খবর বিডিনিউজ ও বাসসের। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল গতকাল দুপুর ৩টায় বলেন, সকাল থেকে স্বাভাবিকভাবেই ডাইভার্টেড ফ্লাইটগুলো ঢাকায় পৌঁছাতে শুরু করেছে। এখন বিমানবন্দরের কার্যক্রম একদম স্বাভাবিকভাবে চলছে।

হিমশিম খাচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স : এদিকে সংঘাতপূর্ণ অঞ্চলের উপর দিয়ে বিমান চলাচল এড়াতে বিমান সংস্থাগুলো বিভিন্ন বিকল্প রুট ব্যবহার করছে। এতে বেশ হিমশিম খেতে হচ্ছে এয়ারলাইন্সগুলোকে।

কোরিয়ান এয়ার সিউল ইনচিওন থেকে দুবাইগামী তাদের ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করেছে। বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা দিয়ে পূর্ববর্তী রুটের পরিবর্তে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে দক্ষিণ রুট ব্যবহার করছে। তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, বেশ কয়েকটি ফ্লাইট রুট পুনঃনির্ধারণ ও বাতিল করা হয়েছে। চায়না এয়ারলাইন্স জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ফ্লাইটের সময়সূচি বিন্যস্ত করবে। ইভা এয়ার জানিয়েছে, তারা পরিস্থিতি বুঝে প্রভাবিত আকাশসীমা এড়াতে ইউরোপ থেকে আসা যাওয়া ফ্লাইটগুলো বিন্যস্ত করবে, যাতে ক্রু সদস্য ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট জানিয়েছে, মস্কো থেকে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সেশেলসগামী তাদের সমস্ত ফ্লাইটের রুট পরিবর্তন করা হবে। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে তাদের ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করা হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইন্স কুয়ালালামপুর থেকে লন্ডন হিথ্রো ও প্যারিস চার্লস ডি গল বিমানবন্দরগামী দুটি ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। এ দুটি ফ্লাইট তাদের যাত্রাপথে দোহায় থেমেছিল। ক্যারিয়ারটি ৯ মে পর্যন্ত ভারতের অমৃতসর থেকে আসা যাওয়া সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। থাই এয়ারওয়েজ জানিয়েছে, তারা পাকিস্তানের আকাশসীমা এড়াতে গতকাল বুধবার ভোর ৫টা থেকে ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার গন্তব্যগুলোতে ফ্লাইট পরিবর্তন করছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ফ্লাইটগুলো প্রভাবিত হয়নি এবং পাকিস্তানের লাহোর ও করাচিতে তাদের চারটি সাপ্তাহিক ফ্লাইটের কোনও পরিবর্তন হয়নি।

পূর্ববর্তী নিবন্ধপড়া না পারায় চন্দনাইশে হেফজখানার শিক্ষার্থীকে অমানবিক প্রহার
পরবর্তী নিবন্ধভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের