এশিয়া কাপের সবচেয়ে আলোচিত লড়াই ভারত–পাকিস্তান ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার মাসুদুর রহমান মাসুদ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন মাসুদুর। তার সহকারী হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে। শুধু মাসুদুর নন, এবারের আসরে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি আরেক আম্পায়ার গাজী সোহেলও। তিনি ১০ সেপ্টেম্বর ভারত–সংযুক্ত আরব আমিরাত ম্যাচ পরিচালনা করবেন। ভারত–পাকিস্তান ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন মাসুদুর ও পালিয়াগুরুগে। সেই ম্যাচে টিভি আম্পায়ার হবেন আফগানিস্তানের পাকতিন ও শফি। আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আইসিসির অভিজ্ঞ কর্মকর্তা অ্যান্ডি পাইক্রফট। মাসুদুর রহমান এর আগে ২০২২ এশিয়া কাপেও ভারত–পাকিস্তানের গ্রুপ পর্ব ও সুপার ফোরের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত তিনি ৬৪টি আন্তর্জাতিক ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।











