ভারত থেকে নিম্নমানের চালের জাহাজ খালাস বন্ধ করে দিল খাদ্য বিভাগ

হাসান আকবর | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৪:৫০ অপরাহ্ণ

নিম্নমানের চাল সরবরাহ দেয়ায় ভারতীয় একটি জাহাজের চাল খালাস বন্ধ করে দেয়া হয়েছে। সরকারিভাবে আমদানিকৃত চালের চালানটি ভারতের নেকফ ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান সরবরাহ দেয়। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের ৩ নম্বর বার্থে খালাসকালে ঘোলাটে এবং ভাঙাসহ অত্যন্ত নিম্নমানের চাল পাওয়া যায়।

খাদ্য বিভাগ এই চাল গ্রহণে অস্বীকৃতি জানিয়ে তাৎক্ষণিকভাবে খালাস বন্ধ করার নির্দেশ দেয়। এমভি বিএনসি আলফা নামের ওই জাহাজ থেকে ইতোমধ্যে ৫৬৫ টন চালান খালাস করে দেশের বিভিন্ন অঞ্চলের দশটি গুদামে পাঠানো হয়েছে। এসব চালের মান নিয়ে কোন প্রশ্ন উঠলে তা ফেরত নেয়া হবে বলে সরবরাহকারীর পক্ষ থেকে ‌অঙ্গীকারপত্র জমা দেয়া হয়েছে।

খাদ্য পরিবহন ঠিকাদার সূত্র জানিয়েছে, ভারত থেকে সরকারিভাবে ১ লাখ ৫২ হাজার বস্তা ভর্তি ৭ হাজার ৬শ’ টন সেদ্ধ চাল আমদানি করা হয়। ভারতের নেকফ ইন্ডিয়া লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান চালগুলো সরবরাহ করে। গত সপ্তাহে চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্ণোঙরে পৌঁছে। যৌথ টিমের নমুনা সংগ্রহ এবং পরীক্ষাসহ নানা আনুষ্ঠানিকতা শেষ করে বুধবার বন্দরের তিন নম্বর বার্থে নোঙর করে। বার্থিংয়ের পরপরই জাহাজটি থেকে চাল খালাস শুরু হয়।

আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত জাহাজটি থেকে ৫৬৫ টন বা ১১ হাজার ৩শ’ বস্তা চাল খালাস করা হয়। এসব চাল দেওয়ানহাট সিএসডিতে ৭৫ টন, হালিশহর সিএসডি ১৫ টন, সিলেট সিএসডি ৯০ টন, কুমিল্লার চকবাজার গুদামে ৬০ টন, চাঁদপুরের মতলবে ৪৫ টন, বরইছড়িতে ১৫ টন, জয়দেবপুরে ৪৫, নারায়নগঞ্জে ৩০ টন, তেজগাঁও সিএসডি ১৯০ টন চাল সরবরাহ দেয়া হয়।

সকালে চাল খালাসকালে নিম্নমানের বিষয়টি ধরা পড়ে। বস্তা খুলে দেখা যায় চালের মান অত্যন্ত নিম্ন। এই সময় খাদ্য বিভাগের কর্মকর্তারা চাল গ্রহণে অস্বীকৃতি জানিয়ে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে দেন। সরবরাহকারীর পক্ষ থেকে পুরো বিষয়টি চাপা দিয়ে চালগুলো সরকারকে গছানোর চেষ্টা করা হয় বলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম বন্দরের তিন নম্বর বার্থের একাধিক কর্মকর্তা চালবাহী জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে দেয়ার কথা স্বীকার করেছেন। খাদ্য বিভাগের একাধিক শীর্ষ কর্মকর্তা নিম্নমানের চালের বিষয়টি স্বীকার করেছেন। তারা বলেন, যে চালগুলো খালাস হয়েছে সেগুলো গুদামে পৌঁছানোর পর যদি পঁচা পাওয়া যায় তাহলে সরবরাহকারী পাল্টে দেবে বলে অঙ্গিকারপত্র দিয়েছে। বিষয়টি খাদ্য বিভাগের শীর্ষ পর্যায়ে জানানো হয়েছে বলেও তারা জানান।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুরে বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত ৫
পরবর্তী নিবন্ধপাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে চিপস কিনে দিল ধর্ষক