ভারত থেকে এলো সাড়ে ১১ হাজার টন চাল

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

ভারত থেকে ১১ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং শিগগিরই চাল খালাসের কার্যক্রম শুরু হবে। খবর বাসসের।

গতকাল সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি করা হয়েছে। ইতঃপূর্বে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

পূর্ববর্তী নিবন্ধবেকার সমস্যা সমাধানে প্রয়োজন সঠিক পরিকল্পনা
পরবর্তী নিবন্ধঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ ৯ দিন