আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ধেয়ে আসতে থাকায় ভারত ও পাকিস্তানের উপকূলীয় এলাকাগুলো থেকে এক লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ‘বিপর্যয়’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ উপকূল দিয়ে স্থলে উঠে আসবে এবং এর একটি অংশ পাকিস্তানের সিন্ধু প্রদেশের উপকূলেও আঘাত হানবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতে ভারী বৃষ্টির মধ্যে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
গুজরাটের রাজ্য সরকার জানিয়েছে, তারা তাদের উপকূলীয় জেলাগুলো থেকে প্রায় ৩৮ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। ঘূর্ণিঝড় চলার সময় বিদ্যুৎ চলে যেতে পারে এবং বন্যা দেখা দিতে পারে বলে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে ভারতের আবহাওয়া দপ্তর। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। গুজরাটের কচ্ছ জেলার কান্ডলা ও মুন্দ্রা বন্দরের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। ভারতের বৃহত্তম বন্দরগুলোর মধ্যে এ দুটি অন্যতম।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত তারা উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় এক লাখ মানুষকে সরিয়ে অস্থায়ী আশ্রয়স্থল ও ত্রাণকেন্দ্রগুলোতে রেখেছে।












