ভারতের মধ্যাঞ্চলীয় কয়েকটি প্রদেশে দুই দশকেরও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের বিরুদ্ধে অন্তত ২৬টি সশস্ত্র হামলার নেতৃত্ব দেওয়া শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিদমা অন্ধ্র প্রদেশ রাজ্যে এক অভিযানে নিহত হয়েছেন। খবর বিডিনিউজের। শনিবার ভোরে রাজ্যটির আল্লুরি সীতারামারাজু জেলায় এক বন্দুক লড়াইয়ে হিদমা নিহত হন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা, এই তিন রাজ্যের সীমান্তের কাছে মাড়েডুমিল্লি অরণ্যে পুলিশের সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে অন্তত ছয়জন বিদ্রোহীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। অন্ধ্র প্রদেশের পুলিশ মহাপরিদর্শক হরিশ কুমার গুপ্ত জানান, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ঘটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষটি শুরু হয়। গুলিবিনিময়ে ছয় মাওবাদী নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন শীর্ষ মাওবাদী নেতা আছেন।












