ভারতে ২০২৪ সালে ধর্মীয় সংখ্যালঘু বিদ্বেষী বক্তব্য বেড়েছে ৭৫%

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪২ পূর্বাহ্ণ

ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ২০২৪ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেট ল্যাবের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ১,১৬৫টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৭৪ দশমিক ৪ শতাংশ বেশি। এসব বিদ্বেষমূলক ঘটনার ৮৯ দশমিক ৫ শতাংশই ঘটেছে দেশটির মুসলিমদের বিরুদ্ধে। হয় সরাসরি মুসলিমদের নিয়ে, নয়ত মুসলিম ও খ্রিস্টান মিলিয়েও বিদ্বেষমূলক কথা বলা হয়েছে। এছাড়া প্রায় ১০ শতাংশ বিদ্বেষমূলক বক্তব্য খ্রিস্টানদের লক্ষ্য করে করা হয়েছে। খবর বিডিনিউজের।

ইন্ডিয়া হেট ল্যাব ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের একটি প্রকল্প। তাদের প্রতিবেদনে ভারতে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর মিত্রদের শাসিত রাজ্যগুলোতে ঘৃণা বক্তব্য বেড়ে যাওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে রেকর্ড করা বিদ্বেষমূলক বক্তব্যের ৭৯ দশমিক ৯ শতাংশই (৯৩১টি) বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ঘটেছে, যা খুবই উদ্বেগজনক। ভারতে বিরোধীদল শাসিত রাজ্যগুলোতে ২০২৪ সালে ঘৃণামূলক বক্তব্যের মাত্র ২০ শতাংশ ঘটতে দেখা গেছে। ভারতের উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ রাজ্য বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। মোট ঘটনার প্রায় অর্ধেকই বিজেপিশাসিত এই তিন রাজ্যে সংঘটিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবলী’র টিম আজ চট্টগ্রামে আসছে
পরবর্তী নিবন্ধওপেনএআই কিনতে চান মাস্ক, এক্স কেনার পাল্টা প্রস্তাব অল্টম্যানের