করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি মোকাবেলায় খাবি খেতে থাকা ভারতের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র অঙিজেন সিলিন্ডার, মাস্কসহ ১০ কোটি ডলারেরও বেশি মূল্যমানের সহায়তা পাঠাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল বৃহস্পতিবার থেকে এসব সহায়তা সামগ্রী ভারতে পৌঁছানো শুরু হয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত কয়েক ধাপে এসব সামগ্রী দেশটিতে পৌঁছাবে। এসব সামগ্রীর মধ্যে এক হাজার অঙিজেন সিলিন্ডার, দেড় কোটি এন৯৫ মাস্ক ও ১০ লাখ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট রয়েছে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্র তাদের ক্রয়াদেশ দেওয়া অ্যাস্ট্রাজেনেকার কিছু টিকাও ভারতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর ফলে শনাক্ত রোগীর তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারত দুই কোটিরও বেশি ডোজ টিকা পাবে বলে ধারণা করা হচ্ছে।