ভারতে ‘যত দ্রুত সম্ভব’ বিদ্যুচ্চালিত গাড়ি টেসলা আনার প্রতিশ্রুতি দিয়েছেন কোম্পানির মালিক ইলন মাস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর চলাকালীন বৈঠকের পরপরই মাস্কের এই মন্তব্য এলো। খবর বিডিনিউজের।
ভারত সরকার বলেছে, দেশটিতে বৈদ্যুতিক গাড়ি ও মহাকাশনির্ভর বাণিজ্যিক প্রকল্পে বিনিয়োগের সুযোগ খুঁজে দেখতে তারা মাস্ককে আমন্ত্রণ জানিয়েছে। মাস্ক বলেন, তিনি এর সঠিক সময়টি ঠিক করার চেষ্টা করছেন।