ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ছাড়াল

| বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যায় তিন কোটির উদ্বেগজনক মাইলফলক পার করেছে ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, গতকাল বুধবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৫০ হাজার ৮৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
আগের দিনের চেয়ে ১৯ শতাংশ বেশি রোগী শনাক্ত হওয়ার পর ভারতে সরকারি হিসাবে মোট রোগীর সংখ্যা তিন কোটি ২৮ হাজার ৭০৯ জনে দাঁড়িয়েছে। তিন কোটি ৩৫ লাখ ৬৪ হাজারেরও বেশি শনাক্ত রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র শীর্ষে আছে আর দ্বিতীয় স্থানে আছে ভারত। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮০ লাখ ৫৪ হাজারের কিছু বেশি। খবর বিডিনিউজের।
একই দিন ভারতে আরও ১৩৫৮ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের নিয়ে মোট মৃতের সংখ্যা তিন লাখ ৯০ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। দেশটি কোভিড-১৯ এ মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাস্ট্রাজেনেকার পর মডার্নার টিকা নিলেন অ্যাঙ্গেলা মের্কেল
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে বাড়ছে তালেবানের দাপট