ভারতে রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ কোথায় যাবেন তসলিমা

| বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন বাংলাদেশের আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। দুই দশক আগে দেশটিতে যাওয়ার পর সেখানেই আছেন তিনি। খবর বাংলানিউজের।

ভারতে রেসিডেন্স পারমিট পাওয়ার পর তিনি প্রথমে কলকাতায় বসবাস করতে শুরু করেন। পরে চলে যান দিল্লিতে। বর্তমানে তার রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়েছে। এখন কোথায় যাবেন তা নিয়ে বেশ চিন্তিত তসলিমা। ভারতীয় গণমাধ্যমের খবর, তসলিমা নাসরিনের ভারতে থাকার রেসিডেন্স পারমিট শেষ হয়েছে গত ২২ জুলাই। নিজের এ সংকট নিরসনের জন্য তিনি ফোন ও মেইলের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো সুরাহা পাননি। তসলিমা নাসরিন এ বিষয়ে বলেন, আমি গত বিশ বছর ধরে এই দেশে বসবাস করছি। এমনটা কখনো হয়নি। প্রত্যেক বার পারমিটের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটি নবায়ন করা হয়েছে। কিন্তু এবার কী হচ্ছে বুঝতে পারছি না। যুক্তরাষ্ট্রে আমার কাজ আছে। কিন্তু রেসিডেন্স জটিলতার কারণে সেটি বারবার পেছাতে হচ্ছে। কারণ, সেখানে গেলে কাগজের অভাবে আর ভারতে ঢুকতে পারব না। ভারতে নিজের অবস্থান নিয়েও ব্যাপক চিন্তিত এই লেখিকা। তিনি বলেছেন, এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আমার আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার মধ্যে থাকতে ভালবাসি বলে কলকাতায় ছিলাম। সেখান থেকেও চলে আসতে হলো দিল্লিতে। এবার আমি কোথায় যাব?

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে রিটার্ন দাখিলে রাজস্ব আয় সহজ হবে
পরবর্তী নিবন্ধ২০২৩ সালের সিআইপি কার্ড বাতিল করেছে সরকার