ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ভারতে যৌন হয়রানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়া দলের দুই ক্রিকেটার। এক মোটরসাইকেল আরোহী তাদের ‘অযাচিতভাবে স্পর্শ’ করেছেন বলে অভিযোগ উঠেছে। ইন্দোরে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের পরদিন, গত বৃহস্পতিবার সকালে খেলোয়াড়রা যখন টিম হোটেলের কাছে একটি ক্যাফেতে হেঁটে যাচ্ছিলেন তখন ঘটে এই ঘটনা।

ক্রিকেট অস্ট্রেলিয়া গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, দলের নিরাপত্তাকর্মীরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন এবং তারা বিষয়টি দেখছেন। ইন্দোর অপরাধ শাখার অতিরিক্ত জেলা পুলিশ কমিশনার রাজেশ বলেছেন, তারা অভিযান চালিয়ে আকিল নামে একজনকে গ্রেপ্তার করেছেন। ঐ ব্যক্তি খাজরানার বাসিন্দা। কিন্তু এখন আজাদ নগরে থাকেন। পূর্বেও তার এক অপরাধের তথ্য আছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিতে যশোর গেল চট্টগ্রাম জেলা দল
পরবর্তী নিবন্ধজয় দিয়ে বিশ্বকাপ শেষ করার মিশন বাংলাদেশ নারী ক্রিকেট দলের